Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

এমভি আব্দুল্লাহর সঙ্গে তৃতীয়পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ১৩ মার্চ ২০২৪

আপডেট: ১৭:১৯, ১৩ মার্চ ২০২৪

প্রিন্ট:

এমভি আব্দুল্লাহর সঙ্গে তৃতীয়পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা চলছে

ফাইল ছবি

ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকদের ফেরত আনতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, সোমালিয়ান জলদস্যুদের কবলে থাকা জাহাজের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে জানান তিনি।

এদিকে স্বজনরা জানিয়েছেন, জলদস্যুরা ৫০ লাখ ডলার চেয়েছে। নইলে তারা নাবিকদের মেরে ফেলারও হুমকি দিয়েছে।  পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বলেন, নাবিকদের ছাড়াতে মুক্তিপণ দেয়া হবে কি না, কৌশলগত কারণে তা এখনই প্রকাশ করা হবে না।

জানা যায়, এস আর শিপিংয়ের অধীনে এমভি আব্দুল্লাহ জাহাজটি পরিচালিত হতো। এরআগে ২০১০ সালেও একই প্রতিষ্ঠানের জাহাজ এমভি জাহান মনি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ ৩ মাস পর ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয়।

জাহাজটির মালিক পক্ষ থেকে জানানো হয়, জাহাজ এবং নাবিকদের ফিরিয়ে আনতে চেষ্টা চলছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer