
ছবি- সংগৃহীত
গ্রেপ্তার ও রিমান্ডকে চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবেদনের শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। খবর হিন্দুস্তান টাইমস।
এর আগে আবগারী নীতি মামলায় ২১ মার্চ রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পর দিন তাকে সাতদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আগামী ২৮ মার্চ পর্যন্ত ইডির হেফাজতে থাকার কথা রয়েছে কেজরিওয়ালের।
কাল বিচারপতি স্বর্ণ কান্ত শর্মার নেতৃত্বাধীন বেঞ্চে এই শুনানি হবে।