Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

দুধ ও মধু একসঙ্গে খাওয়ার উপকারিতা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ৬ এপ্রিল ২০১৮

আপডেট: ১২:৩৬, ৬ এপ্রিল ২০১৮

প্রিন্ট:

দুধ ও মধু একসঙ্গে খাওয়ার উপকারিতা

ঢাকা : মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাংগাল উপাদান। দুধের মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, ডি। রয়েছে ক্যালসিয়াম, প্রাণীজ প্রোটিন ও ল্যাকটিক অ্যাসিড।

দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে খেলে তা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে ওঠে। তাই রোগ নিরাময়ের জন্য বহুদিন আগে থেকেই দুধের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার প্রচলন রয়েছে। চলুন জানা যাক এর উপকারিতাগুলো।


১. গরম দুধ ও মধু একসঙ্গে খেলে তার স্নায়ুর ওপর ভালো প্রভাব ফেলে। তা মানসিক চাপ কমাতে সহায়তা করে। দিনে দুইবার এই মিশ্রণ খেলে অনেক উপকার পাওয়া যায়।

২. ঘুমের এক ঘণ্টা আগে দুধের মধ্যে মধু মিশিয়ে খেলে তা মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলে। মস্তিষ্ককে শিথিল করে এই মিশ্রণ ভালো ঘুমে সহায়তা করে।

৩. পাকস্থলী থেকে গ্যাস বের করে দিতে এবং পেটের ব্যথা কমাতে সহায়তা করে গরম দুধ ও মধুর মিশ্রণ।

৪. হাড়কে শক্তিশালী করে এবং ক্ষয়রোধে সহায়তা করে দুধ ও মধুর মিশ্রণ।

৫. বার্ধক্যের আগমনকে ধীর করে মধু ও দুধের মিশ্রণ। তারুণ্য ধরে রাখতে ব্যবহৃত হয় এই মিশ্রণ।

সংগৃহীত 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer