Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৮ ১৪৩২, মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫

শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জের সভাপতি সরাফ ও জয়নাল সম্পাদক 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ১৯:০৩, ২১ নভেম্বর ২০২০

প্রিন্ট:

শিক্ষক সমিতি ঈশ্বরগঞ্জের সভাপতি সরাফ ও জয়নাল সম্পাদক 

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে মোহাম্মদ সরাফ উদ্দিনকে সভাপতি এবং মোহাম্মদ জয়নাল আবেদিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরদের সমর্থণে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

স্থানীয় ঈশ্বরগঞ্জ বালিকা স্কুল এন্ড কলেজে গত ১৯ নভেম্বর বিটিএ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো: সরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভীন।

এতে বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল হাদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কবির, জেলা শিক্ষক সমিতির সদস্য সচিব ও বিটিএ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক মো: আনোয়ার হোসেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, বিটিএ ময়মনসিংহ সদর উপজেলার সভাপতি জাফর আহমেদ চৌধুরী, বিটিএ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক। সম্মেলনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বিটিএ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সরকার ।

বহুমাত্রিক.কম

Walton
Walton