Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ভিসি নিয়োগে পুল গঠন করা হবে: দীপু মনি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ৯ আগস্ট ২০২০

প্রিন্ট:

ভিসি নিয়োগে পুল গঠন করা হবে: দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়সমূহে শূন্যপদে ভিসি নিয়োগের ক্ষেত্রে ভিসি পুল গঠন করা হবে। এই লক্ষ্যে ৩১ আগস্টের মধ্যে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ১০ শতাংশ সিনিয়র প্রফেসরদের নামের তালিকা ও জীবন বৃত্তান্ত শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে আহবান জানিয়েছেন।

রোববার দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের শূন্যপদ পূরণের ব্যবস্থা নেওয়া সংক্রান্ত এক ভার্চুয়াল মিটিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মিটিংয়ে যুক্ত ছিলেন।

শিক্ষামন্ত্রী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে সেসব শূন্য পদে নিয়োগের জন্য নাম প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোরও আহ্বান জানান। এই সময়ের মধ্যে তালিকা না পাঠালে মন্তণালয় আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি মিটিংয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, বর্তমানে দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ২৫টি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শূন্য রয়েছে।

অন্যদিকে, দেশের ১৯টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ৮৩টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসির পদ শূন্য রয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables