Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

পাঠ্যপুস্তক দিয়েই স্মার্ট সিটিজেন গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১২, ১৮ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

পাঠ্যপুস্তক দিয়েই স্মার্ট সিটিজেন গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

ছবি- সংগৃহীত

শুধুমাত্র পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করে স্মার্ট সিটিজেন গড়ে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

স্কাউট দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, স্কাউটিংয়ে শিক্ষা মন্ত্রণালয় সার্বিক সহায়তা করবে। শিক্ষার্থীরা স্কাউটিংয়ের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

স্মার্ট সিটিজেন গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে নওফেল বলেন, শুধুমাত্র পাঠ্যপুস্তকের ওপর নির্ভর করে স্মার্ট সিটিজেন গড়ে তোলা সম্ভব নয়। এই জন্য সন্তানদের স্কাউটিংয়ে পাঠাতে অভিভাবকদের আহ্বান জানাচ্ছি।
 

স্কাউটিংকে পাঠ্যপুস্তকের আওতায় আনার পরিকল্পনার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী নওফেল। 

তিনি বলেন, আমরা এমন একটা মানসিকতা তৈরি করেছি, মার্ক না দিলে মূল্যায়ন করি না। তবে নতুন শিক্ষাক্রমের এর ভিন্নতা রয়েছে।নতুন শিক্ষাক্রমের মধ্যে দিয়ে পরবর্তী প্রজন্মকে চতুর্থ বিপ্লবের জন্য গড়ে তোলার প্রচেষ্টা করছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables