Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৭ ১৪৩২, বৃহস্পতিবার ০১ জানুয়ারি ২০২৬

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের অভিনন্দন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৬, ৫ জুলাই ২০২০

প্রিন্ট:

রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের অভিনন্দন

ঢাকা : করোনাকালেও রেকর্ড পরিমান রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী কর্মীদের অভিনন্দন জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

করোনা মহামারী সত্ত্বেও বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা ২০১৯-২০ অর্থবছরে ১৮.২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছে। এটি করোনা পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতির জন্য বিরাট সুখবর। গত ২০১৮-১৯ অর্থবছরে এর পরিমাণ ছিল ১৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার।

মন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রবাসী কর্মীরা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করছেন। তাদের আয় দেশে বৈধভাবে প্রেরণের উপর তিনি গুরুত্বারোপ করে তিনি প্রবাসী কর্মীদের সর্বাত্মক কল্যাণে শেখ হাসিনার সরকার সবসময় তাদের পাশে থাকবে বলে অঙ্গীকার পুর্নব্যক্ত করেন।

Walton
Walton