Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

ব্র্যান্ড ভ্যালুতে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪০, ১০ নভেম্বর ২০১৮

আপডেট: ১০:৪১, ১০ নভেম্বর ২০১৮

প্রিন্ট:

ব্র্যান্ড ভ্যালুতে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ঢাকা : এক বছরের ব্যবধানে ব্র্যান্ড ভ্যালুতে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বে সর্বোচ্চ মূল্যবান দেশের ব্র্যান্ডগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৩৯তম।

সম্প্রতি লন্ডনভিত্তিক বৈশ্বিক ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিন্যান্সের ‘নেশন ব্র্যান্ডস ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু এ বছর ২৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ২০১৭ সালে ১০০ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৪৪তম। সে সময় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু ছিল ২০৮ বিলিয়ন মার্কিন ডলার।

এ বছর বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ২৪ শতাংশ। অপরদিকে প্রতিবেশী দেশ এক ধাপ এগিয়ে নবম অবস্থানে রয়েছে।ব্র্যান্ড ফিন্যান্সের তথ্য অনুযায়ী বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু পাকিস্তানের চেয়ে অনেক বেশি। ২০১১ সালের পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালু ছিল ৫৪ বিলিয়ন মার্কিন ডলার। যখন বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালু ছিল ৪৭ বিলিয়ন।

তাই মাত্র ৭ বছরের ব্যবধানে পাকিস্তানকে পাশ কাটিয়ে বাংলাদেশ চলে গেছে অনেক দূরে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer