Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ডাবল প্রাইস ট্যাগের মাধ্যমে দাম বাড়ালে জেল-জরিমানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৮, ৩০ মার্চ ২০২৩

আপডেট: ১৪:০৫, ৩১ মার্চ ২০২৩

প্রিন্ট:

ডাবল প্রাইস ট্যাগের মাধ্যমে দাম বাড়ালে জেল-জরিমানা

ফাইল ছবি

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, ঈদে পোশাকের সঠিক দাম নিশ্চিতে রাজধানীর বিভিন্ন মার্কেট কমিটিকে চিঠি দেয়া হবে। যারা ডাবল প্রাইস ট্যাগের মাধ্যমে পণ্যের দাম বাড়াবে, তাদের আনা হবে জেল-জরিমানার আওতায়। 

বৃহস্পতিবার রাজধানীতে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে পোশাক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। ভোক্তার মহাপরিচালক বলেন, একটি প্রাইস ট্যাগের ওপর আবারো নতুন করে প্রাইস ট্যাগ লাগানো ভোক্তার সঙ্গে সরাসরি প্রতারণা। এবারের ঈদে কোন পণ্যের ওপর ডাবল প্রাইস পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে বিক্রয় কর্মীদের খারাপ আচরণও দেখা হবে জানায় ভোক্তার মহাপরিচালক। 

তিনি জানান, নকল ব্র্যান্ডের পোশাক কেউ তৈরি করলে, তাদের বিষয়ে তথ্য দিলে সঙ্গে সঙ্গে নেয়া হবে ব্যবস্থা। বেশি দাম দেখলেই পণ্যের মান ভাল- এমন মানসিকতা থেকে ভোক্তাদের বের হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer