Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ১৩ ১৪৩২, বৃহস্পতিবার ২৯ মে ২০২৫

অভয়নগরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা: ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন 

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ২৭ মে ২০২৫

প্রিন্ট:

অভয়নগরে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা: ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন 

ফাইল ছবি

যশোরের অভয়নগরে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতারা।

মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সদস্য ইকবাল কবির জাহিদের নেতৃত্বে যশোর জেলা জোটের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। দলে আরও ছিলেন কেন্দ্রীয় নেতা সাজ্জাদ জহির চন্দন, সোফিয়া রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা। তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানেন।

পরিদর্শন শেষে প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ইকবাল কবির বলেন, “সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রশাসনের নীরবতা থেকেই এসব ঘটনা ঘটে চলেছে।”তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তার ও শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা ও পুনর্বাসনের দাবি জানান। নেতারা বলেন, এই ধরনের হামলা প্রতিরোধে প্রশাসন ও সমাজকে একসাথে রুখে দাঁড়াতে হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer