Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৩০ ১৪৩২, বুধবার ১৪ মে ২০২৫

বাকৃবিতে বিনামূল্যে উন্নত জাতের ধান ও সরিষার বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ০১:০৮, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ১৭:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

বাকৃবিতে বিনামূল্যে উন্নত জাতের ধান ও সরিষার বীজ বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে বাকৃবি কৃষি অনুষদ সম্মেলন কক্ষে সোমবার দুপুরে উন্নত জাতের ধানের বীজ (ব্রিধান ৭৯, ব্রিধান ৯২) এবং সরিষা বীজ (বাউ সরিষা ১, বাউ সরিষা ২, বাউ সরিষা ৩) বিনামূল্যে বিতরণ করা হয়।

বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ্য বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. লুৎফুল হাসান। কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেস এর পরিচালক প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ. বি. এম. আরিফ খান রবিন।

উলেখ্য, ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী উক্ত অনুষ্ঠান থেকে ধান এবং সরিষার বীজ সংগ্রহ করে।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer