Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ৩ ১৪৩১, শনিবার ১৮ মে ২০২৪

রোববার থেকে জবিতে সপ্তাহে চারদিন স্বশরীরে ক্লাস-পরীক্ষা

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৭, ৩০ এপ্রিল ২০২৪

আপডেট: ২২:০৯, ৩০ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

রোববার থেকে জবিতে সপ্তাহে চারদিন স্বশরীরে ক্লাস-পরীক্ষা

ফাইল ছবি

আগামী রোববার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সপ্তাহে চারদিন স্বশরীরে ক্লাস পরীক্ষা এবং একদিন অনলাইনে ক্লাস হবে।

মঙ্গলবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।

তিনি বলেন, আশাকরা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা কমে আসবে। অনেক বিভাগের পরীক্ষা থেমে আছে। শিক্ষার্থীদের সেশনজট রোধে সপ্তাহে চার দিন স্বশরীরে ক্লাস ও পরীক্ষা হবে। তবে মঙ্গলবার অনলাইনে ক্লাস হবে। আগামী রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে অফিস টাইম কমিয়ে আনা হয়েছে বলে জানান তিনি। রেজিস্ট্রার বলেন, স্বশরীরে ক্লাস পরীক্ষার দিনে অফিস সময় সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত করা হয়েছে। এবং যেসব বিভাগ শীততাপ নিয়ন্ত্রিত নয় সেকল বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হলে শীততাপ নিয়ন্ত্রিত ক্লাস রুমে আছে এমন বিভাগের সাথে সমন্বয় করে ওই বিভাগে পরীক্ষা নিতে বিভাগীয় চেয়ারম্যান্দের নির্দেশ দেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer