Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ১৯:৫৪, ১৮ মার্চ ২০২৪

প্রিন্ট:

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ফাইল ছবি

শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তাই, আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। গুরুত্বপূর্ন এই ম্যাচে লংকানদের ৪ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাব দিতে নেমে ৪ উইকেট ও ৫৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা। 

সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। সুযোগ পেয়ে সেটির দারুণ সদ্ব্যবহার করেছেন এই ওপেনার। খেলেছেন ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। শুরুতে তার গড়ে দেওয়া ভিত্তির পরে শেষের ক্যারিশমা দেখিয়েছেন মূলত বোলার রিশাদ হোসেন। ১৮ বলে তার ঝোড়ো ৪৮ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer