Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

ইউএস ওপেনে খেলবেন জোকোভিচ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ১ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

ইউএস ওপেনে খেলবেন জোকোভিচ

ছবি: সংগৃহীত

কেটে গেছে অনিশ্চয়তা।ইউএস ওপেন টেনিসে খেলবেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ।সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিযোগিতায় খেলতে পারেননি করোনা টিকা না নেওয়ার কারণে।তাই ইন্ডিয়ানাপোলিস ও মায়ামি ওপেনে নামা হয়নি সার্বিয়ান তারকার।

জোকোভিচ অতীতে একাধিক বার বলেছেন, টিকা তিনি নেবেন না এবং তাকে বাধ্য করা হলেও তা মানবেন না। এই টেনিস তারকা বলেছিলেন, এটা নিয়ে জোর করার অর্থ ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা।এই কারণেই গতবার অস্ট্রেলিয়ান ওপেন থেকে না খেলেই ফিরতে হয়েছিল।এমনকি মেলবোর্নে মামলা করেও লাভ হয়নি।বিশ্বের বেশ কিছু দেশ সাম্প্রতিক সময়ে নিয়ম শিথিল করায় পরিস্থিতি কিছুটা বদলেছে।টেনিসের মূলস্রোতে অনেকটাই ফিরে রাফায়েল নাদালের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজিরও তিনি স্পর্শ করছেন।এখন জোকোভিচের সামনে সুযোগ এসে গেল স্পেনীয় তারকাকে ছাপিয়ে যাওয়ারও।আসলে কিছুটা অপ্রত্যাশিত ভাবেই তিনি এই সুযোগ পেলেন যুক্তরাষ্ট্রের সেনেট করোনা বিধি বাতিল করায়।এখন থেকে সে দেশে পা রাখতে কোনও বিদেশির ক্ষেত্রেই আর টিকা নেওয়া বাধ্যতামূলক থাকছে না।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer