Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৯ মার্কিন সেনা নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ১ এপ্রিল ২০২৩

প্রিন্ট:

দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৯ মার্কিন সেনা নিহত

ছবি: সংগৃহীত

আমেরিকায় প্রশিক্ষণের সময় দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে কমপক্ষে নয় মার্কিন সেনা নিহত হয়েছেন।মেডিকেল ইভাক্যুয়েশনের জন্য ডিজাইন করা ব্ল্যাক হক ভ্যারিয়ান্টের হেলিকপ্টারের এই দুর্ঘটনা গত আট বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে কেনটাকি রাজ্যে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে।ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানিয়েছেন, নিয়মিত অনুশীলনের সময় একটি খোলা মাঠের ওপর সংঘর্ষের শিকার হয়ে বিধ্বস্ত হয় দুটি হেলিকপ্টার।একটি যানে ছিলেন ৫ সেনা এবং অপরটিতে ছিলেন ৪ জন। তারা সবাই ঘটনাস্থলেই নিহত হন।কেনটাকির রাজ্য গভর্নর অ্যান্ডি বেসিয়ার এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।শোক প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনও।এক বিবৃতিতে তিনি বলেছেন, এই মর্মান্তিক ক্ষতির জন্য আমরা দুঃখিত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer