
ছবি- সংগৃহীত
তুরস্কের অনুমোদনের মধ্য দিয়ে ন্যাটোর ৩১তম সদস্য হতে যাচ্ছে ফিনল্যান্ড। শুক্রবার ন্যাটোর সদস্যপদ প্রাপ্তিতে সব বাধা দূর করতে ভোট দেন তুরস্কের পার্লামেন্টের ২৩৫ সদস্য।
এতোদিন আঙ্কারার আপত্তির কারণেই স্থগিত ছিলো ফিনল্যান্ডের সদস্যপদ পাওয়ার বিষয়টি। এর আগে সন্ত্রাসবাদকে সমর্থনের অভিযোগে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটো সদস্যপদ প্রাপ্তিতে বিরোধিতা করে আসছিলো তুরস্ক। আগামী সপ্তাহে লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে দেশটির সদস্যপদের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবেন মহাসচিব জেনস স্টলেনবার্গ।
সদস্য হিসেবে ফিনল্যান্ডকে সমর্থন দিলেও এখনও সুইডেনকে সমর্থন দিতে রাজি নন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। রাশিয়ার সাথে ১৩০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত আছে ফিনল্যান্ডের। তাই কৌশলগতভাবে হেলসিংকির ন্যাটোতে অন্তর্ভুক্তি মস্কোর জন্য ভীতিকর বলে মত বিশ্লেষকদের।