Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে বৃহস্পতিবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ১৫ মার্চ ২০২৩

প্রিন্ট:

যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে বৃহস্পতিবার

ফাইল ছবি

সাধারণ এবং উপ-নির্বাচন উপলক্ষে দেশের শতাধিক ইউনিয়ন পরিষদ (ইউপি), পৌরসভা ও উপজেলায়  বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকবে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব তফসিলি ব্যাংকের শাখা-উপশাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৬ মার্চ দেশের ৪৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৭০ ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপ-নির্বাচন হবে। এছাড়া তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপ-নির্বাচন এবং একটি উপজেলা সাধারণ ও দু’টিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোটের দিন নির্বাচনী এলাকায় যেসব স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে সেসব স্থাপনায় ব্যাংকের কোনো শাখা বা উপশাখা থাকলে তা বন্ধ থাকবে।

তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ভোটারদের ভোটদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer