Bahumatrik :: বহুমাত্রিক
 
১৭ অগ্রাহায়ণ ১৪২৯, বৃহস্পতিবার ০১ ডিসেম্বর ২০২২, ১০:১০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

এই প্রথম লাহোরে নারী এসএসপি


২৮ মে ২০২২ শনিবার, ০৩:৪৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


এই প্রথম লাহোরে নারী এসএসপি

পাকিস্তানের পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে প্রথমবারের মতো লাহোরে সিনিয়র সুপারিনটেনডেন্ট হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে।এ ছাড়া আরও ছয়জন কর্মকর্তাকে অদলবদল করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।

ড. আনুশ মাসুদ চৌধুরী লাহোরে অপারেশনস প্রধান হিসেবে মুসতানসার ফিরোজের স্থলাভিষিক্ত হলেন। মুসতানসার ফিরোজকে কেন্দ্রীয় পুলিশ কার্যালয়ে নতুন দায়িত্বে পাঠানো হয়েছে।

ড. আনুশই প্রথম যিনি নারী হিসেবে লাহোরে এসএসপি হলেন। এর আগে তিনি লাহোরে ক্যান্টনমেন্ট ও মডেল টাউন পুলিশ ডিভিশনে এসপি ও এএসপি হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন- প্রথম ভাষণেই কাশ্মীর নিয়ে ভারতকে এক হাত নিলেন শাহবাজ

শুক্রবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এসপি এজাজ আহমেদ এআইজি হিসবে সিপিওতে, এসপি উমর ফারুককে অতিরিক্ত পরিচালক পদে স্পেশাল প্রটেকশন ইউনিটে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া এসপি শোয়েব মাহমুদ এআইজি হিসেবে সিপিওতে, এসপি মোহাম্মদ ফয়সালকে ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে রাওয়ালপিণ্ডিতে এবং এসপি ফারুক আহমেদকে সিপিওতে পাঠানো হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

নারীকথা -এর সর্বশেষ