Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ অগ্রাহায়ণ ১৪২৮, বুধবার ০৮ ডিসেম্বর ২০২১, ১১:৫২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

কিসের মোহে?


১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার, ০৮:১৭  পিএম

মেহেদী কাউসার ফরাজী

বহুমাত্রিক.কম


কিসের মোহে?

ভেঙেছিস প্রতিমা, পুড়েছিস বাসগৃহ
দাঙ্গায় মেরেছিস কত মানুষ নিরীহ,
মায়ের সিঁদুরও কেড়েছিস তোরা
কাঁদছে কোলের শিশু, বৃদ্ধ পিতামহ!
ধর্মের নামে তোদের ঘৃণ্য পাপিষ্ঠ হাতে
হয়েছে খুনোখুনি, লেগে আছে তাজা রক্ত,
পৃথিবীতে নয়; নরকেই হোক তোদের ঠাঁই
তোরা সব পাপাচারী অসুরের দলভুক্ত।
মানব-হৃদয়ের চেয়ে কি আছে ওরে বড়?
পুস্তক-প্রতিমা-মসজিদ-মন্দির
সবকিছুই তো নিশ্চল, জড়!
কিসের মর্যাদা বাঁচাতে অন্ধের মতো
প্রাণ হাতে নিয়ে লড়ছিস তোরা?
ভাইয়ের তাজা খুনে রাঙাস দু`হাত-
পাষণ্ড হৃদয় তোদের কাঁপে না থর থর?

১৯ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।