Bahumatrik :: বহুমাত্রিক
 
২০ শ্রাবণ ১৪২৮, বুধবার ০৪ আগস্ট ২০২১, ৪:৩৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি


২১ জুন ২০২১ সোমবার, ০৭:১৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা জেলা আওয়ামী লীগের সদস্য ঘোষিত নির্বাহী কমিটিতে সদস্য পদ পেয়েছেন। এছাড়া উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন তার বাবা গোলাম মুর্তজা স্বপন।রোববার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জেলা আওয়ামী লীগের ৪ নম্বর সদস্য মনোনিত হয়েছে। অপরদিকে তার বাবা গোলাম মর্তুজা স্বপন উপদেষ্টা পরিষদের ১২ নম্বর সদস্য মনোনিত হয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতি হন সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক হন মো. নিজাম উদ্দিন খান (নিলু)। সম্মেলনের দেড় বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।