Bahumatrik :: বহুমাত্রিক
 
১৩ জ্যৈষ্ঠ ১৪২৭, বৃহস্পতিবার ২৮ মে ২০২০, ৭:৪৯ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সৈয়দ আশরাফের প্রয়াণে ডিইউজের শোক


০৫ জানুয়ারি ২০১৯ শনিবার, ১০:২৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


সৈয়দ আশরাফের প্রয়াণে ডিইউজের শোক

ঢাকা : জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। সংগঠনটির সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী শুক্রবার এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শুধু আওয়ামী লীগই নয়, জাতি একজন পরিচ্ছন্ন, সৎ ও নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তার চলে যাওয়া মুক্তিযুদ্ধের, অসাম্প্রদায়িক ও বাঙালি জাতীয়তাবাদের চেতনায় যে শূন্যতা সৃষ্টি করবে তা সহজে পূরণ হবার নয়। বাংলাদেশের রাজনীতিতে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন সেটি তাকে স্মরণীয় করে রাখবে। পরপারে থেকেও বাঙালি ও বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি আপনজন হয়ে থাকবেন অনন্তকাল।

বিবৃতিতে নেতৃদ্বয় সদ্য প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।