Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

সরকারের কড়া সমালোচনায় এরশাদ, জাতীয় সংলাপের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৬, ২৮ জুন ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সরকারের কড়া সমালোচনায় এরশাদ, জাতীয় সংলাপের দাবি

ঢাকা : দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাতের কেলেঙ্কারির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে সরকারকে সংকট নিরসনে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে মঙ্গলবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন।

এরশাদ বলেন, ‘সুশাসন আজ প্রশ্নবিদ্ধ নয়, সুশাসন গুলিবিদ্ধ। আসুন এ অবস্থা থেকে পরিত্রাণে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চলি। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, যেসব রাজনৈতিক দল সন্ত্রাস ও জ্বালাও পোড়াওকে বিশ্বাস করে না তাদের সবাইকে নিয়ে জাতীয় সংলাপের আয়োজন করুন।জাতিকে রক্ষার ব্যবস্থা করুন।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, ‘ব্যাংকিং খাতে সাগর চুরি হয়েছে। কিন্তু এর জন্য দায়ী কে? চুরি বন্ধে কী ব্যবস্থা নিয়েছেন? ব্যাংকের ৩৭ হাজার কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। জনগণের এ টাকা অবলোপনের অধিকার কে দিয়েছে?’

অর্থমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে। ঘটনায় ফরাস উদ্দিনের নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছে। কেন এ তদন্ত রিপোর্ট প্রকাশ করা হচ্ছে না? কেন অপরাধীদের আড়াল করে রাখছেন?’

বহুমাত্রিক.কম