 
									ছবি: বহুমাত্রিক.কম
ময়মনসিংহ:  ময়মনসিংহের ত্রিশালে সরকরি চাল অবৈধভাবে মজুদ করার দায়ে বৈলর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আবু খালেককে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। এ ঘটনায় তাকে দল বহিস্কার করা হয়েছে।
ত্রিশাল থানা সূত্রে জানাযায়, ত্রিশাল উপজেলা খাদ্য অধিদপ্তরের খাদ্য উপ পরিচালক শাহ আলম বাদী হয়ে অবৈধ সরকারি ৩০কেজির ১৬টি চালের বস্তা মজুদ করার অভিযোগে গত ১৩ এপ্রিল ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪। মঙ্গলবার তাকে সম্মূখ বৈলর থেকে গ্রেপ্তার করা হয়। 
ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন রায় জানান, আবু খালেকের বিরুদ্ধে কালোবাজারি আইনে অবৈধ চাল মজুদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলাবার আটক করে আদালতে প্রেরণ করা হয়।
ত্রিশাল উপজেলা কৃষকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল জানায়, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, হত দরিদ্রদের জন্য সরকারি কর্মসূচি চাল আত্মসাতের অভিযোগ আসায় নৈতিক স্খলন জনিত কারনে বৈলর ইউনিয়নের কৃষক লীগের আহবায়ক মোঃ আবু খালেক কে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহুমাত্রিক.কম





 
											 
											 
											 
											 
											 
											 
											