Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২২ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

সংস্কৃতিসেবীদের অনুদান দেবে আওয়ামী লীগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:০০, ২৭ মে ২০২১

প্রিন্ট:

সংস্কৃতিসেবীদের অনুদান দেবে আওয়ামী লীগ

মহামারি করোনা ভাইরাসে সৃষ্ট সঙ্কটে সমস্যাগ্রস্ত সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করবে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি। 

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে এই আর্থিক অনুদান প্রদান কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মঞ্চসারথি আতাউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।