
ছবি- বহুমাত্রিক.কম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উদযাপন করেছে শ্রীপুর উপজেলা ও পৌরসভা যুবদল।
শুক্রবার বিকেলে গাজীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সভাপতিত্বে শাহজাহান সজল, আবু ইউসুফ ও শাহরিয়ার ইকবাল জিয়ার পরিচালনায় মাওনা চৌরাস্তা এলাকায় মুলাইদ মডেল একাডেমি এন্ড হাই স্কুল মাঠে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও কেক কেটে এই জন্মদিন উদযাপন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, পৌর বিএনপির সভাপতি কাজী খাঁন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সফিকুল ইসলাম আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক শাহজাহান মোড়ল, জেলা যুবদলের সহ-সভাপতি লিয়াকত হোসাইন, জেলা যুবদলের সদস্য নজরুল ইসলাম, সোহেল মন্ডল, জেলা যুবদলের প্রচার সম্পাদক আনোয়ার হোসেন বেপারী, সামসুদ্দিন আহমেদ, ডাঃ আশ্রাফুল, ফজলুল হক, তোফাজ্জল হোসেন সরকার, এরশাদ সরকার, মনির ফকির, রাকিবুল হাসান রাকিব প্রমুখ।মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ নজরুল ইসলাম।
বহুমাত্রিক.কম