Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ বৈশাখ ১৪২৮, শুক্রবার ১৪ মে ২০২১, ১:০৯ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শনিবার থেকে বিএসএমএমইউতে সাংবাদিকদের জন্য আলাদা টিকার বুথ


১৬ এপ্রিল ২০২১ শুক্রবার, ০৯:০৪  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শনিবার থেকে বিএসএমএমইউতে সাংবাদিকদের জন্য আলাদা টিকার বুথ

বিএসএমএমইউতে আগামীকাল শনিবার থেকে দেশের সাংবাদিকদের জন্য আলাদা টিকার বুথ চালু হচ্ছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ।

জুলফিকার আহমেদ বলেন, সাংবাদিকরা যেহেতু ব্যস্ত থাকেন স্বল্প সময়ে যেন টিকা নিতে পারেন আমরা স্বতঃস্ফূর্তভাবে এ ব্যবস্থা নিচ্ছি। হাসপাতালে এসে সাংবাদিকরা টিকার প্রথম ডোজ নিতে পারবে শনিবার থেকে।

ডা. জুলফিকার আহমেদ বলেন, নিয়ম মেনেই তবে টিকা নিতে আসতে হবে। অনলাইন রেজিষ্ট্রেশন করে হাসপাতালের অপশন বাছাই করলে এখানে এসে সহজে করোনা টিকা নিতে পারবেন সাংবাদিকরা। তবে স্পটে এসে রেজিষ্ট্রেশন করার সুযোগ থাকবে না।

এর আগে মঙ্গলবার (১৩ এপ্রিল) কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ দেশের সাংবাদিক ও বয়স্কদের জন্য আলাদা বুথ চালু করার জন্য নির্দেশ দেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।