Bahumatrik :: বহুমাত্রিক
 
২৮ শ্রাবণ ১৪২৭, বুধবার ১২ আগস্ট ২০২০, ১১:৫২ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

লেবানন প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস


২০ অক্টোবর ২০১৯ রবিবার, ১১:৪৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


লেবানন প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস

ঢাকা: লেবাননে বসবাসরত প্রবাসীদের সতর্ক করেছে সেখানের বাংলাদেশের দূতাবাস। প্রবাসীদের লেবাননের চলমান সরকার বিরোধী নাগরিক আন্দোলনে অংশগ্রহণ না করার জন্যও অনুরোধ করা হয়েছে। রোববার দূতাবাসের এক বার্তায় এই অনুরোধ করা হয়।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, `অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কিছু সংখ্যক অতি উৎসাহী প্রবাসী বাংলাদেশি লেবাননের চলমান সরকার বিরোধী নাগরিক আন্দোলনে অংশগ্রহণ করছে। কেবল অংশগ্রহণই নয়, তারা বিভিন্ন টেলিভিশনে এ বিষয়ে বক্তব্যও রাখছেন। একজন বিদেশি কর্মী হিসেবে এটা কোনো ক্রমেই কাম্য নয়। এতে লেবাননে কর্মরত বাংলাদেশি কর্মীদের উপর বিরূপ প্রভাবসহ ভবিষ্যতে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়ার উপর প্রচণ্ড বিরূপ প্রভাব পড়তে পারে। এই অবস্থায় লেবাননে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।`

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ