Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

রৌমারী সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:২৭, ১৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

রৌমারী সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক

ছবি- সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙা সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

তারা হলেন মো. নুর ইসলামের ছেলে মো. সেলিম হোসেন (২০), মো. আমিরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯) ও মো. ছানোয়ার হোসেনের ছেলে মো. মাহা আলম (২০)। তারা সবাই ভারতের মাইনকারচর জেলার দক্ষিণ সালমারা থানার শিঙ্গীমারী গ্রামের বাসিন্দা।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাঁতভাঙা বিওপির বিজিবি টহল দল শনিবার বিকালে কাউনিয়ার চর এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা গরু চোরাকারবারি কাজের সাথে জড়িত বলে জানা গেছে। ভারতীয় নাগরিকদের রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবির এ কর্মকর্তা জানান।  খবর ইউএনবি’র