Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ মাঘ ১৪২৭, মঙ্গলবার ১৯ জানুয়ারি ২০২১, ৯:২৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোরে হোম কোয়ারেন্টইনে ১৮৮৩জন


২৬ মার্চ ২০২০ বৃহস্পতিবার, ১১:১২  পিএম

কাজী রকিবুল ইসলাম, যশোর

বহুমাত্রিক.কম


যশোরে হোম কোয়ারেন্টইনে ১৮৮৩জন

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ২১৪জন। এ নিয়ে যশোরে হোম কোয়ারেন্টইনে পাঠানো হলো ১হাজার ৮৮৩জনকে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৫জনকে।

তবে, এক জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। যশোর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, বুধবার রাতে একব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আর ২৪ ঘন্টায় নতুন হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ২১৪জনকে। এ পর্যন্ত হোম কোয়ারেন্টইনে পাঠানো হয়েছে ১ হাজার ৮৮৩জনকে। এর মধ্যে অভয়নগর উপজেলার ৭৬জন, বাঘারপাড়া উপজেলায় ২৬জন, চৌগাছা উপজেলায় ৪৬জন, যশোর সদর উপজেলায় ১০৫২জন, ঝিকরগাছা উপজেলার ১৯৮জন, কেশবপুর উপজেলায় ১০৫জন, মণিরামপুর উপজেলায় ১৩৫জন এবং শার্শা উপজেলায় ২৪৫জন। গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৪৫জনকে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

জাতীয় -এর সর্বশেষ