Bahumatrik :: বহুমাত্রিক
 
৯ মাঘ ১৪২৭, শুক্রবার ২২ জানুয়ারি ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোরে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা-গাজাসহ আটক দুই


২৬ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার, ১০:২২  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোরে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা-গাজাসহ আটক দুই

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাজাসহ দুইজনকে আটক করেছে।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোরের বেনাপোলের হাড়িহাট রোডস্থ লামিয়া ইলেক্ট্রনিক্সের সামনে থেকে গত বুধবার রাত ১২টার দিকে জুলু (৩০) নামে এক যুবককে আটক করা হয়।

পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। জুলু বেনাপোল পোর্ট থানাস্থ ভেবের বেড় পাশ্চিপাড়ার রুস্তম আলীর ছেলে।

অন্যাদিকে যশোর সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জামে মসজিদের সামনে গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দিন (২৭) নামে এক যুবককে আটক করা হয়। সে ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। থানায় এব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।