Bahumatrik :: বহুমাত্রিক
 
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২০, ৩:৫৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ময়মনসিংহে একদিনে ১০ সহস্রাধিক বৃক্ষরোপন আওয়ামী লীগের


২৭ জুন ২০২০ শনিবার, ০৮:২৮  পিএম

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ

বহুমাত্রিক.কম


ময়মনসিংহে একদিনে ১০ সহস্রাধিক বৃক্ষরোপন আওয়ামী লীগের

সারাদেশের নেতাকর্মীদের বৃক্ষরোপন কর্মসূচীতের অংশ নেয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দিয়ে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার দশ সহস্রাধিক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন জানান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলার শম্ভুগঞ্জ জি.কে.পি ডিগ্রী কলেজ, বীরাঙ্গণা সখিনার মাজার, বারুয়ামারি হাইস্কুল, শম্ভুগঞ্জ জুট মিলসহ ময়মনসিংহ জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও পৌর এলাকায় ২৭জুন একদিনে দশ সহ¯্রাধিক বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপন করেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ময়মনসিংহ সদরে শম্ভুগঞ্জ জি.কে.পি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে শনিবার সকালে বৃক্ষরোপনের সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাংগঠিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, জি.কে.পি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর সিরাজুল ইসলাম, কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীনসহ কলেজের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।