Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

মোদিকে চিঠি: ভারতের জন্য শেখ হাসিনার শোক ও প্রার্থনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৩:৩১, ১১ মে ২০২১

আপডেট: ০৩:৩৫, ১১ মে ২০২১

প্রিন্ট:

মোদিকে চিঠি: ভারতের জন্য শেখ হাসিনার শোক ও প্রার্থনা

ফাইল ছবি

করোনা মহামারিতে প্রতিবেশী দেশের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন।

সোমবার (১০ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে বলা হয়, চিঠিতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনাভাইরাস মোকাবিলার বিষয়ে অঙ্গীকার করেন শেখ হাসিনা।