Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩২, সোমবার ০৫ জানুয়ারি ২০২৬

মেক্সিকোতে কার্টেল যুদ্ধে নিহত ১১

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

মেক্সিকোতে কার্টেল যুদ্ধে নিহত ১১

মেক্সিকোর হালিস্কো রাজ্যে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে ১১ জন নিহত হয়েছেন। শনিবারের এ হামলার ঘটনায় আরও এক নারী ও এক তরুণ আহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে রয়টার্স।

রাজ্যটির সরকারি কৌঁসুলির দফতর জানিয়েছে, রাজ্যের প্রধান শহর গুয়াদালাহারার তোনালা উপশহরে একটি বাড়ির বাইরে গুলির জখমসহ ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় আর ভেতরে আরেকজন পুরুষের মৃতদেহ পাওয়া যায়।

প্রশান্ত মহাসাগর তীরবর্তী এই হালিস্কো রাজ্য মেক্সিকোর মাদকসংক্রান্ত যুদ্ধের কেন্দ্রস্থল। দেশটির শক্তিশালী মাদক অপরাধী চক্র হালিস্কো নিউ জেনারেশন কার্টেলের জন্ম এই রাজ্যটিতেই। ডিসেম্বরে রাজ্যটির সাবেক গভর্নর আরিস্তোতেলেস সানদোভালকে এখানকার সৈকত শহর পুয়ের্তো ভাইয়ার্তার একটি রেস্তোরাঁয় গুলি করে হত্যা করা হয়েছিল।

Walton
Walton