Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

মামুনুল হকের রিমান্ড শুনানি : আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৭, ২৬ এপ্রিল ২০২১

প্রিন্ট:

মামুনুল হকের রিমান্ড শুনানি : আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে ২০১৩ সালের মতিঝিল থানা করা নাশকতা মামলায় রিমান্ড শুনানি হবে সোমবার । এজন্য সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামুনুলকে হাজির করা হবে বলে জানা গেছে।

আদালতপাড়া ঘুরে দেখা গেছে, রায়সাহেব বাজার মোড় থেকে এলাকায় পুলিশ রয়েছে। সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ কোনও প্রয়োজন ছাড়া লোকজনকে কোর্ট এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।

এর আগে বৃহস্পতিবার  ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মতিঝিল থানার মামলা তদন্ত কর্মকর্তা মামুনুলকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড শুনানি পরে হবে বরে জানান আদালত।

মোহাম্মদপুর থানায় চুরি ও মারধরের মামলায় মামুনুল হকের গত ১৯ এপ্রিল সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রবিবার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables