Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

মন্টু-আবু সাইয়িদসহ ৮ জনকে গণফোরাম থেকে বহিষ্কার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ১৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

মন্টু-আবু সাইয়িদসহ ৮ জনকে গণফোরাম থেকে বহিষ্কার

ছবি- সংগৃহীত

মোস্তফা মহসিন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরীসহ আট জনকে বহিষ্কার করেছে গণফোরামের ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন অংশ। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি ১২ ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্তও নেওয়া হয়।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভায় এই বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

বহিষ্কৃতরা হলেন- মোস্তফা মহসিন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, হেলালউদ্দিন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান ও আব্দুল হাসিব চৌধুরী। এদের মধ্যে হেলালউদ্দিন, লতিফুল বারী হামিম, খান সিদ্দিকুর রহমান ও আব্দুল হাসিব চৌধুরীকে আগে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এখন চূড়ান্ত বহিষ্কার করা হলো।

এ বিষয়ে সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, এক দলকে ছেড়ে আরেক দল করা বা অন্য দলে চলে যাওয়া এটা অনেক হয়েছে গণফোরামে। কিন্তু দলকে ছেড়ে দলের ক্ষতি করার চেষ্টা করাটা এটা একটু অন্যরকম ব্যাপার।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables