Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

ভাসমান পেয়ারা হাট পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ১৩ অক্টোবর ২০১৯

প্রিন্ট:

ভাসমান পেয়ারা হাট পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

ঢাকা : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস ঝালকাঠির ভীমরুলি গ্রামে পেয়ারা বাগান এবং ভাসমান হাট পরিদর্শন করেছেন ।রবিবার সকাল ৯টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে আসেন। সেখানে জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

রীভা গাঙ্গুলী দাস ভীমরুলি গ্রামের সার্বজনীন দুর্গা মন্দির ঘুরে দেখেন। এ সময় গ্রামবাসী তাকে উলুধ্বনী আর শাঁখ বাজিয়ে বরণ করেন।

পরে নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা, আশপাশের পেয়ারা বাগান এবং চারটি খালের মোহনায় গড়ে ওঠা ভাসমান হাট ঘুরে দেখেন।

পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে ঝালকাঠি সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে অনভূতি প্রকাশ করে তিনি বলেন, আতিথেয়তায় বাংলাদেশীরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সব সময় অভিভূত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer