Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

বোরো মৌসুম থেকেই কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন:কৃষিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০০, ২৮ জুন ২০১৯

প্রিন্ট:

বোরো মৌসুম থেকেই কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন:কৃষিমন্ত্রী

ঢাকা : আগামী বোরো মৌসুম থেকেই কৃষকরা ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। একইসাথে ফড়িয়া ও মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে ধান সংগ্রহ শুরুর আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে জাতীয় বীজ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আগামী বোরো মৌসুমে ধান নিয়ে যেন কোনো বিপর্যয় না হয় তার জন্য যত পদক্ষেপ নেয়া দরকার, সব আমি নেব আমি কথা দিচ্ছি।

তিনি আরো বলেন, নানা রকমের অপশক্তিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে তৃণমূল পর্যায়ে চাষিরা আরো ভালো দাম পাবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables