Bahumatrik :: বহুমাত্রিক
 
২৯ চৈত্র ১৪২৭, মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১, ৩:৫৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিজিএমইএ নির্বাচন ৪ এপ্রিল: দুই প্যানেলের মনোনয়নপত্র জমা


২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার, ১১:২০  এএম

বহুমাত্রিক ডেস্ক


বিজিএমইএ নির্বাচন ৪ এপ্রিল: দুই প্যানেলের মনোনয়নপত্র জমা

বিজিএমইএর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ৪ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ নামে দুটি প্যানেলের অধীনে নির্বাচন করছেন প্রার্থীরা।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে শুরুতে ফোরামের পক্ষে নির্বাচনে নেতৃত্বদানকারী সংগঠনটির সাবেক সহসভাপতি ও হান্নান গ্রুপের চেয়ারম্যান এ বি এম শামছুদ্দিনের নেতৃত্বে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের অপর নেতা ও বর্তমান সভাপতি ড. রুবানা হক, সাবেক সভাপতি আনোয়ার উল-আলম চৌধুরী পারভেজ এবং নির্বাচনের প্রধান সমন্বয়ক বেনজীর আহমেদ প্রমুখ। এর পর সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক সহসভাপতি জায়ান্ট গ্রুপের প্রধান ফারুক হাসান। সমন্বয় পরিষদের মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ, সফিউল ইসলাম মহিউদ্দিন, আব্দুস সালাম মুর্শেদী ও সিদ্দিকুর রহমান প্রমুখ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।