Bahumatrik :: বহুমাত্রিক
 
১৮ আষাঢ় ১৪২৭, বৃহস্পতিবার ০২ জুলাই ২০২০, ১১:৪২ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বিচ্ছিন্নতাবাদীর সমাবেশের পর বার্সেলোনায় ছড়িয়ে পড়েছে সহিংসতা


১৯ অক্টোবর ২০১৯ শনিবার, ১১:৪২  এএম

বহুমাত্রিক ডেস্ক


বিচ্ছিন্নতাবাদীর সমাবেশের পর বার্সেলোনায় ছড়িয়ে পড়েছে সহিংসতা

ঢাকা: কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় শুক্রবার রাতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এসময় কট্টরপন্থী কাতালান বিচ্ছিন্নতাবাদীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও আতশবাজি নিক্ষেপ করলে তারাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এতে নগরীর কেন্দ্রস্থল একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। খবর এএফপি’র।

কাতালান রাজধানীতে পরপর পঞ্চম দিনের মতো বিক্ষোভ করায় এবং দু’বছর আগে স্বাধীনতার ডাক দিয়ে ব্যর্থ হওয়ায় দেশদ্রোহিতার অভিযোগ তুলে স্পেনের একটি আদালত বিচ্ছিন্নতাবাদী নয়জন নেতাকে সাজা দেয়ায় সেখানে পরিস্থিতির এমন অবনতি ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার প্রায় ৫ লাখ মানুষ বার্সেলোনায় বিক্ষোভ-সমাবেশ করে। বিচ্ছিন্নতাবাদী নেতাদের বিরুদ্ধে দেয়া সোমবারের আদালতের রায়ের পর এটি ছিল সবচেয়ে বড় গণ সমাবেশ। এদিকে বিচ্ছন্নতাবাদীরা প্রধান এ পর্যটন কেন্দ্রে সাধারণ ধর্মঘটেরও ডাক দিয়েছে।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।