Bahumatrik :: বহুমাত্রিক
 
১৯ আষাঢ় ১৪২৭, শনিবার ০৪ জুলাই ২০২০, ৯:২৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাড়লো কুবি সমাবর্তনের রেজিস্ট্রেশনের মেয়াদ


০১ ডিসেম্বর ২০১৯ রবিবার, ০১:২৩  পিএম

রিদওয়ানুল ইসলাম, কুবি প্রতিনিধি

বহুমাত্রিক.কম


বাড়লো কুবি সমাবর্তনের রেজিস্ট্রেশনের মেয়াদ

কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনের সময়সীমা বাড়ানো হয়েছে। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করা যাবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। রোববার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এমদাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময়ের মধ্যে দিন আগামী ২৭ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

এতে বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক ও ২০১০-১১ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রীধারীরা অংশগ্রহণ করতে পারবেন।সমাবর্তনে রেজিস্ট্রেশন করতে নির্ধারিত ওয়েবসাইট (www.cou-convocation.com) গিয়ে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ পূর্বক রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করতে হবে।

এছাড়া রেজিস্ট্রেশন সম্পর্কিত অন্যান্য তথ্যও এ সাইটে পাওয়া যাবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।