Bahumatrik :: বহুমাত্রিক
 
২ আষাঢ় ১৪২৮, বুধবার ১৬ জুন ২০২১, ৭:৫০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

বাংলাদেশে নতুন দুইটি তরমুজের জাত উদ্ভাবন


২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার, ১০:৫২  এএম

বহুমাত্রিক ডেস্ক


বাংলাদেশে নতুন দুইটি তরমুজের জাত উদ্ভাবন

বাংলাদেশে নতুন জাতের তরমুজ উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এই উদ্ভাবিত তরমুজের নাম বারি তরমুজ ১ এবং বারি তরমুজ ২। এই তরমুজের একটি হলুদ এবং অন্যটি লাল।এই জাতটি সম্পূর্ণ নিজস্ব বলে জানান বিজ্ঞানীরা।

বারির মহাপরিচালক মো. নাজিরুল ইসলাম জানান, জাত দুটির অনুমোদনের জন্য কয়েক দিনের মধ্যে জাতীয় বীজ বোর্ডে আবেদন করা হবে। পেটেন্ট অনুমোদন পেলেই মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে সারা বছর চাষ ও বীজ সংরক্ষণ করা যায়, এমন জাত দুটি পৌঁছে দেওয়া হবে।

বারির সবজি বিভাগ এবং আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী পটুয়াখালীর যৌথ উদ্যোগে এ দুটি জাত উদ্ভাবন করা হয়।এই তরমুজগুলো ৮০-৯০ দিনের মধ্যে খাবারের উপযোগী হয়। এই জাতটি সম্পূর্ণ নিজস্ব বলে জানান বিজ্ঞানীরা।

আমাদের দেশে প্রচুর পরিমাণ অর্থ খরচ করে বিদেশি জাতের তরমুজের বীজ কিনে আনা হয়। বারি তরমুজ থেকে কৃষক নিজেই বীজ উৎপাদন করতে পারবেন। এছাড়াও এগুলো জাপানি তরমুজের জাতগুলোর চেয়ে বেশি উন্নত।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।