Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

বগুড়ায় করোনায় সাংবাদিক সাইদুজ্জামান সরকার তারা’র ইন্তেকাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১২, ২৭ জুন ২০২০

প্রিন্ট:

বগুড়ায় করোনায় সাংবাদিক সাইদুজ্জামান সরকার তারা’র ইন্তেকাল

করোনায় মারা গেছেন বগুড়া প্রেসক্লাবের আরেক প্রবীণ সদস্য সাইদুজ্জামান সরকার তারা। বগুড়া প্রেসক্লাবের প্রবীণ সদস্য সাপ্তাহিক হাতিয়ার পত্রিকার নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান সরকার তারা শুক্রবার রাত নয়টায় বগুড়া মোহাম্মদ আলী হসপিটালের করোনা ইউনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল আলম কাজল জানান, শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত একটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। তার করোনা পরীক্ষার রেজাল্ট এসেছে পজিটিভ। এদিকে তার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে।

এর আগে বগুড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার শুকলু ও দৈনিক বগুড়ার প্রতিশ্রুতিশীল সাংবাদিক ওয়াছিউর রহমান রতন ইন্তেকাল করেন।