Bahumatrik :: বহুমাত্রিক
 
১ অগ্রাহায়ণ ১৪২৬, শনিবার ১৬ নভেম্বর ২০১৯, ৩:১৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ফরিদপুরে যাত্রীবাহী বাস নদীতে : নিহত ৫


২৪ আগস্ট ২০১৯ শনিবার, ০৫:৩০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ফরিদপুরে যাত্রীবাহী বাস নদীতে : নিহত ৫

ঢাকা  : ফরিদপুরে সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস নদীতে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ধুলদি এলাকায় এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাছিম জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের পাটকাটিগামী কমফোর্ড লাইনের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। এসময় বাসটি কুমার নদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচযাত্রী মারা যায়।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি দল, হাইওয়ে থানা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশসহ স্থানীয় এলাকাবাসী উদ্ধার কাজে অংশ নেয়।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।