Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৭, বুধবার ২১ অক্টোবর ২০২০, ৪:১৮ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্বপরিবারে করোনায় আক্রান্ত


১০ অক্টোবর ২০২০ শনিবার, ১০:৩৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য স্বপরিবারে করোনায় আক্রান্ত

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তার স্ত্রী এবং ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন।

মনিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান জানান, স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রীকে ঢাকা সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তার একমাত্র ছেলে বর্তমানে বাসায় হোম কোরারেন্টাইনে চিকিৎসাধীন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।