Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

পাঠদানে স্বাস্থ্যবিধির ব্যত্যয় হলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ১২ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

পাঠদানে স্বাস্থ্যবিধির ব্যত্যয় হলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী 

ছবি- সংগৃহীত

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, স্বাস্থ্যবিধি ও সরকারের দেয়া নির্দেশ অনুযায়ী পাঠদান চলছে কিনা নিয়মিত মনিটরিং করা হবে, ব্যত্যয় হলে ব্যবস্থা নেয়া হবে।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) সকালে আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এসময় স্কুলের ইউনিফর্মের বিষয়ে শিক্ষার্থীদের চাপ না দিতে তিনি নির্দেশ দিয়েছেন।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ডেঙ্গু থেকে রেহাই পেতে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বলেও জানান তিনি।