Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

নেতাজীর ১২৫তম বর্ষে পদার্পণে বর্ণিল কর্মসূচি, পিছিয়ে নেই ঢাকাও

বিশেষ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:১৪, ২৩ জানুয়ারি ২০২১

আপডেট: ০৮:২০, ২৩ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

নেতাজীর ১২৫তম বর্ষে পদার্পণে বর্ণিল কর্মসূচি, পিছিয়ে নেই ঢাকাও

কলকাতা: অখণ্ড ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক ‘এশিয়াবীর’ নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মের ১২৫ বর্ষে পদার্পণ করছে আজ শনিবার। দিনটিকে মহাসমারোহে উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারসহ অসংখ্য সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসটি সামনে রেখে বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বহুমাত্রিক.কম এর উদ্যোগে নেয়া হয়েছে আন্তর্জাতিক সেমিনার ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

এদিন ভারতের জাতীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে নেতাজীর নিজ শহর কলকতায়। এতে যোগ দিতে দেশটির প্রধানমন্ত্রী আজ কলকাতায় আসছেন। তিনি কলকাতায় ন্যাশনাল লাইব্রেরি ও ভিক্টোরিয়া মেমোরিয়ালে আলাদা অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্য সরকারও বর্ণাঢ্য আয়োজনে নেতাজীর জন্মের ১২৫ তম বর্ষ উদযাপন করবে।

বাংলাদেশে রাজধানী ঢাকায় ২৪ জানুয়ারি বেলা ১১টায় তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে নেতাজীর জন্মদিন ও দেশপ্রেম দিবস উদযাপনে আন্তর্জাতিক সেমিনার এবং রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীসহ বিশিষ্টজনরা এতে যোগ দেবেন।

বহুমাত্রিক.কম