Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

দেশবাসীকে জাপা চেয়ারম্যানের ঈদের শুভেচ্ছা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ২৪ মে ২০২০

প্রিন্ট:

দেশবাসীকে জাপা চেয়ারম্যানের ঈদের শুভেচ্ছা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মহা খুশির ঈদুল ফিতর উপলক্ষে আমি বিশ্বের সব মুসলমান সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে বিশ্ব মুসলিম উম্মাহ সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি। ঈদের এ আনন্দঘন মুহূর্ত অম্লান হোক।

রোববার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে তিনি এ কথা বলেন।

জি এম কাদের বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ যেন আমাদের পৃথিবীকে এ মহামারি থেকে হেফাজত করেন।

তিনি আরো বলেন, আমরা সবাই সব মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধাবঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই।