Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

দুই সিটি করপোরেশনের নির্বাচন হতে বাধা নেই

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ১৪ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

দুই সিটি করপোরেশনের নির্বাচন হতে বাধা নেই

ঢাকা : ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে কোনো বাধা নেই বলে বলে রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার হাইকোর্ট এ আদেশ দেন।তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে বাদী পক্ষ।

গতকাল সোমবার সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয়। আজ আদের তারিখ ধার্য করেন বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

গত ৫ জানুয়ারি সরস্বতী পূজার কারণে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত তারিখ পেছানোর জন্য রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ।