Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

দন্ত বিভাগ থেকে ফের কেবিনে খালেদা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ১২ জুন ২০১৯

প্রিন্ট:

দন্ত বিভাগ থেকে ফের কেবিনে খালেদা

ছবি- সংগৃহীত

ঢাকা :বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডেন্টাল ইউনিট থেকে পুনরায় ৬২১ নম্বর কেবিনে আনা হয়েছে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। চিকিৎসার জন্য তাকে দন্ত বিভাগে নেওয়া হয়।

জানা গেছে, জেল পুলিশ, আনসার ও রমনা বিভাগের পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আজ বুধবার দুপুর ১টা ৫ মিনিটে কারাবন্দি খালেদা জিয়াকে ডেন্টাল অনুষদের কনজারভেটিভ ডেনটিস্ট্রি অ্যান্ড অ্যান্ডোডনটিকস বিভাগে নেওয়া হয়।

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো, আব্দুল্লাহিল কাফি এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে দুপুর ১টা ৫ মিনিটে দন্ত বিভাগে নিয়ে যাওয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer