Bahumatrik :: বহুমাত্রিক
 
১৪ মাঘ ১৪২৭, বুধবার ২৭ জানুয়ারি ২০২১, ৭:০৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঢাকায় বান কি মুন


০৯ জুলাই ২০১৯ মঙ্গলবার, ১১:৩৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ঢাকায় বান কি মুন

ঢাকা: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দুই দিনব্যাপী জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে (ঢাকা মিটিং অব দ্যা গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন) অংশ নিতে জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন এখন ঢাকায়।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, মঙ্গলবার বিকেলে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন ঢাকায় আসলে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে, একই দিন সকালে ঢাকায় এসেছেন মার্শাল দ্বীপপুঞ্জের রাষ্ট্রপতি হিলদা হেইন। তাকেও বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।